এম ডি বাবুল চট্রগ্রাম জেলা: সীতাকুন্ড এডুকেশন এন্ড হেলথ সেন্টার এর উদ্যোগে ও রোটারী ক্লাব অব চিটাগাং এর সৌজন্যে সীতাকুন্ড উপজেলা মুক্তিযোদ্ধা ভবন এ আজ ১৪ অক্টোবর ২০২২,শুক্রবার বিকাল ৩.০০ টায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্টিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও ট্রাস্টের চেয়ারম্যান মাষ্টার আবুল কাশেম, প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি মোসলেম উদ্দিন, বিশেষ অথিতি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড), সংসদীয় আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ’র মনোনয়ন প্রত্যাশী,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগরের সদ্য বিদায়ী পি.পি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরীসহ নেতৃবৃন্দ।