মোঃ আঃ জলিল মন্ডল(ক্রইম)রিপোটার গাইবান্ধা,
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের উত্তর রিফাইতপুর গ্রামে আমিনুল ইসলামের গরু ও মুরগির ফার্মের পাশেই শত্রুতা করে পুকুর খনন করেছেন প্রতিবেশী সেলিম মিয়া। এর প্রতিবাদ করায় সেলিম মিয়া তাকে হত্যার হুমকি দিয়েছে। এই হুমকি মাথায় নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিনযাপন করছেন আমিনুল ইসলাম।
লিখিত অভিযোগে জানা গেছে, বাদিয়াখালী ইউনিয়নের উত্তর রিফাইতপুর গ্রামের আমিনুল ইসলাম তার নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে গরু ও মুরগীর ফার্ম দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এতে প্রতিবেশী মৃত দুদু মিয়ার ছেলে সেলিম মিয়া ঈর্ষান্বিত হয়ে ওঠে। তিনি বিভিন্নভাবে আমিনুল ইসলামের সাথে শত্রুতা করতে থাকেন। এরই ধারাবাহিকতায় সেলিম মিয়া ওই ফার্ম সংলগ্ন পশ্চিম পাশে তার জমিতে গভীর পুকুর খনন করে ফার্মটি নষ্ট করার চেষ্টা করেন। পুকুর খননে বাধা দিলে সেলিম মিয়াসহ তার সহযোগী সন্ত্রাসীরা আমিনুল ইসলামকে বেদম মারপিট করে। এছাড়াও সেলিম মিয়া ও তার লোকজন ফার্মের মালিক আমিনুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি এমনকি তাকে হত্যা করে লাশ গুমের হুমকিও দিচ্ছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি), সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী আমিনুল ইসলাম।
এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দীর্ঘদিন ধরে আমিনুল ও সেলিম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। পুকুর খনন কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু তারপরও পুকুর খনন করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত- ধর্মীয় সংলাপে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী
মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ
গাইবান্ধায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রকল্পের আওতায় আন্ত-ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ধর্ম মন্ত্রনালয়ের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর সহযোগিতায় সার্কিট হাউস কক্ষে আন্ত ধর্মীয় সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অলিউর রহমান। ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়া সংলাপে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রনালয়ের উপসচিব আবদুল্যাহ আল শাহীন, পুলিশ সুপার কামাল হোসেন,স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা পারভেজ, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা কালেক্টর মসজিদের ইমাম মুফতি জোবায়ের আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি রনজিৎ বখসি র্সূয সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদানরা।
সংলাপে জেলার জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, বিভিন্ন ধর্ম ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।