মোঃ আঃ জলিল মন্ডল(ক্রইম)রিপোর্টার গাইবান্ধাঃ
স্হাণীয় সরকার মন্ত্রণালয়ের কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত প্রকল্পের আওতায় গতকাল শনিবার গাইবান্ধা পৌরসভার অধীনে খানকা শরীফ থেকে দক্ষিন ধানঘড়া পৌরসভার সীমানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় পৌর মেয়র মো. মতলুবর রহমান, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, পৌর কাউন্সিলর কামাল আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর মাহফুজা খানম মিতা, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিমুল ইসলাম জামিলসহ স্হাণীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সড়কটি উদ্বোধনকালে এক পথসভায় হুইপ গিনি এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
উদ্বোধন করেন- হুইপ গিনি