এম ডি বাবুল চট্রগ্রাম জেলা: সারাদেশের বিএনপির চলমান কর্মসূচিতে গুলিবর্ষণ ও নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচি হিসাবে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র উদ্যোগে ১২ অক্টোবর ২০২২ রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় সময় চট্টগ্রাম পলোগ্রাউল্ড মাঠে লক্ষ লক্ষ জনতা নিয়ে গণ মহা-সমাবেশ অনুষ্ঠিত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাৎ হোসেন প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এসময় বক্তারা বলেন- নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি দাবীতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র গণ সমাবেশ আয়োজন করা হয়েছে এসময় বক্তারা আরো বলেন আওয়ামীলীগের নেতৃত্বে এই ফ্যাসিবাদী সরকারের দেশব্যাপি হামলা-মামলা, গুম, হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিসহ দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। তারা এই অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলন শুরু করেছে। অনতিবিলম্বে এই বিনা ভোটের সরকারকে হটিয়ে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে প্রতিফলন ঘটানোর আহবান জানান বক্তারা। সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান এসময় উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু আমীর খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খাঁন বেগম সেলিমা রহমান নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও গোলাম আকবর খোন্দকার মোঃ শাহজাহান মাহবুবের রহমান শামীম আবুল হাশেম বক্কর এস কে খোদা তোতন ব্যারিষ্টার মীর হেলাল ব্যারিস্টার শাকিলা ফারজানা এনামুল হক এনাম আবু সুফিয়ান জাফরুল ইসলাম চৌধুরী হুম্মাম কাদের চৌধুরী আলহাজ্ব এরশাদ উল্লাহ যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাহেদুল আলম সাহেদ সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন আব্দুল আহাদ রিপন শাহ আলম সহ জেলা উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন