চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ৪ বছরের শিশু ধর্ষণের মূল আসামী গ্রেফতার-১।
আসাদুজ্জামান মুকুল ,নাচোল উপজেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
মেজর মোহাম্মদ মাসুদ হায়দার (র্যাব-১), লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, কোম্পানী অধিনায়ক, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ (র্যাব-৫, রাজশাহী) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ পারভেজ রানা (র্যাব-১) এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে নাচোলের চাঞ্চল্যকর চার বছরের শিশু ধর্ষণের প্রধান আসামিকে কে
গত ১৭ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় ডিএমপির বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা কবরস্থান রোড এর সামনে মেজর মোহাম্মদ মাসুদ হায়দার (র্যাবএবং একমাত্র আসামী মোহাম্মদ কাউসার আলী (৩৯) কে গ্রেফতার করে র্যাব-৫ এবং র্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ২০২৩ তারিখ রাত ০১:০০ ঘটিকায় আসামীর বিকৃত যৌন আকাক্সক্ষার শিকার হয় তারই শয়ন কক্ষে চার বছরের শিশু ভিকটিম ধর্ষিত হয়। পাশে আসামীর স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকায় সে ভিকটিমের মুখ চেপে ধরে এবং এ পৈশাচিক ঘটনা ঘটায়। একই দিন দিবাগত রাত ০৮:৩০ ঘটিকায় রক্তক্ষরণ, ব্যথা এবং শারীরিক অসুস্থতার কারণে ভিকটিমকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। পারিবারিক জিজ্ঞাসাবাদে ভিকটিম এবং আসামীর স্ত্রী, এ ঘটনার বিবরণ দেন। এ প্রেক্ষিতে গত ১৩ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিমের বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে আসামী গা-ঢাকা দেয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে ভিকটিম তার বাবা মার হেফাজতে বাসায় রয়েছে।
মামলার এজাহার এবং গণমাধ্যম থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারী এবং সারভিলেন্স এর মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর গত ১৭ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় র্যাব-৫ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে উক্ত আসামী গ্রেফতার হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ কাউসার আলী (৩৯) সম্পর্কে ভিকটিমের আপন খালু। কোমলমতি শিশুরাও যে এ ধরনের পারিবারিক বিকৃত মস্তিস্কের নর পিশাচ থেকে সুরক্ষিত না, উক্ত ঘটনা তারই প্রমাণ। এই অভিযান র্যাব এর সফলতা হলেও এই ঘটনা আমাদের সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের ভয়াবহ বার্তা দেয়। তাই প্রতিটি পরিবারের উচিত তাদের সন্তানদের প্রতি আরো যতশীল ও নজরদারি বৃদ্ধি করা। একই সাথে এ ধরনের কোন অপরাধ সংঘটিত হলে দ্রুত আইনের আশ্রয় নেয়া।
উপরোক্ত ঘটনায় ধৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।