“জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ৮০০০(আট হাজার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক।
[২৮ জুলাই ২০২৩ খ্রিঃ]
আজ ২৮ এপ্রিল শুক্রবার বেলা ১১.০০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয় এর সামনে এক প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়। প্রেস রিলিস ব্রিফ করেন জনাব মোঃ সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মহোদয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ রওশন আলী, অফিসার ইনচার্জ, ডিবি ও পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, ডিবি, সিরাজগঞ্জ।
গত ২৭ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ রায়গঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ২৭/০৭/২০২৩ খ্রিঃ ১৬.৩০ ঘটিকার সময় রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল জোরপুল গ্রামস্থ মোঃ তরিকুল ইসলাম(৩২), পিতা-মোঃ ওমর আলী, সাং-কোদলা এর মালিকাধীন জম জম দই ঘর এর সামনে খোলা জায়গায় আসামী ১। শেখ কামাল হাসান(৫০), পিতা-মৃত শেখ আকতার হোসেন, মাতা-ফাতেমা বেগম, বর্তমান সাং-রাউতপাড়া, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, স্থায়ী সাং-শিরমনি, থানা-খানজাহান আলী, জেলা-খুলনা ২। মোঃ মমিনুল ইসলাম(৪৩), পিতা-মৃত শামসুদ্দিন, মাতা-আমিনা বেগম, সাং-শিয়ালকোল বিলধলি, থানা ও জেলা-সিরাজগঞ্জদ্বয়ের হেফাজত হইতে সর্বমোট (৫০০০+৩০০০)=৮০০০ (আট হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।