এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ কয়েক যুগ পর শিশুদের মানুষিক বিকাশে কালেক্টরেট শিশুপার্কের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন তারই প্রচেষ্টায় এখন যেন চোখ জুড়ানোর দৃশ্য।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কোর্ট এরিয়ায় সামনে অবস্থিত এই পার্কের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করে জেলা প্রশাসক বলেন,শিশুদের মানুষিক বিকাশে দেশের প্রতিটি জেলায় শিশুপার্ক তৈরির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সকলের সহযোগিতায় আমরা প্রায় পরিত্যক্ত জায়গায় শিশুপার্কটি তৈরি করতে পেরেছি। আশা করি পার্কে শিশুরা চিত্ত বিনোদনের সাথে বিভিন্ন প্রাণির সাথে এখানে পরিচিত হতে পারবে এবং মানুষিক বিকাশের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে। পর্যায়ক্রমে এই পার্কটির আরো উন্নয়ন করা এবং সংরক্ষণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়,বলছেন জেলার সাধারণ জনগণ এ জেলা প্রশাসক যোগদান করার পর পর থেকেই উন্নয়নের জোয়ারে ভাসছেন জেলা প্রশাসক কে এম গালিভ খাঁন তিনি আসার পরপর থেকেই বিনোদনমূলক সহ আরো অনেক কিছুই পরিবর্তনের হাওয়া বইছে।
পার্কের ভিতরে রয়েছেন মধ্যবর্তী স্থানে একটি সুন্দর বড় আকারের ঝরণা,একদিকের প্রবেশ মুখে স্টাচু অব লির্বার্টি,গরিলা,ড্রাগন, ডায়নাসর,বড় হাতি ছোট হাতি, আমের প্রতিকৃতি,অন্যদিকের প্রবেশ মুখে বিভিন্ন ধরনের পাখি,বাঘ, জিরাপ,ঘোড়া,হরিন,পঙ্খিরাজ, ক্যাঙ্গারু,মটু-পাতলু,মিকি,খরগোস, ময়ূর,স্পিং,দোলনা,সাইকেল,হাঁস, দোয়েল,কবুতরসহ আরো অংসখ্য প্রাণির প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে সব খেলার ও বসার সামগ্রী।
পার্কটিতে শিশুরা এখানে এসে সেইসব প্রাণিদের সম্পর্কে জানতে পারবে,তাদের মানসিক বিকাশও ঘটবে। পার্কে যেকোন একদিকে একটি ক্যান্টিন ও দোকান করা হবে। যাতে বিনোদন প্রেমীরা পার্কে ঘুরতে এসে হালকা খাবারও খেতে পারে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের মেধা-মনন বিকাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশুপার্ক তৈরির জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং এর উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার কথা ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবেন্দ্রনাথ ওরাঁও, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব-উল-ইসলাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.মজহার আলী প্রামানিকসহ জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।