বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।সোমবার রাতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের সাংস্কৃতিক মঞ্চে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের আয়োজনে ফাইনাল রাউন্ডের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ মাহমুদ, নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাংবাদিক লাজ্জাত মহছি। উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ। ফাইনাল রাউন্ডে ১০জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করে মৌসুমি রায় তমা (গৃহিণী), ২য় স্থান অধিকার করে তুলসী চক্রবর্তী (দর্জি) এবং তৃতীয় স্থান অধিকার করে নির্মল রায় (নির্মাণ শ্রমিক)। প্রথম স্থান অধিকারীকে ৫০হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীর হাতে ১০হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
ডোমারে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
RELATED ARTICLES