নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বিভিন্ন শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বামুনিয়া কাচারি বাজারে ডোমার উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়ন- ২৬১৮/০৯ এর আয়োজনে একটি শোভাযাত্রা বাজার প্রদক্ষিন শেষে নিজ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান। উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক সাইদুল ইসলাম, সহসভাপতি আলম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জাকির হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আমবাড়ী শাখার সভাপতি আমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক দুলাল ইসলাম, গোমনাতী শাখার সভাপতি আমিনুর ইসলাম, সম্পাদক সুবধ রায়। উপস্থিত ছিলেন, আনারুল হক, বাবুল ইসলাম, আলম ইসলাম, ফজলুল হক, জহিরুল ইসলাম, ফয়জুল ইসলাম, রবিউল ইসলাম, জুয়েল, মনজুরুল হক, সনাতন রায়, মকছেদুল, তুহিন, রুবেল, মোস্তাকিন, মামুন, আলম, দুলাল ইসলাম প্রমূখ।