সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলাতে ফেন্সিডিলসহ উজ্জল মন্ডল (৩৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার ভোরের দিকে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক উজ্জল মন্ডল ওই এলাকার খাঁপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। বুধবার সকাল দশটার দিকে র্যাব থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত উজ্জল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব এর একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পেরে র্যাব জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল থানার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামী উজ্জলকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।