সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ৬৭তম গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে৷
গতকাল (২৩ডিসেম্বর) শনিবার উপজেলার ২নং হাতুড় ইউনিয়ন
এ হরেকৃষ্ণপুর গ্রামে লক্ষ্মী মন্দিরে উদ্বোধন করা হয়৷
গীতা জয়ন্তী উপলক্ষে সনাতন বিদ্যাপীঠ এর উদ্দেগে হরেকৃষ্ণপুর গ্রামে ৬৭ তম গীতা স্কুল উদ্বোধন করা হয়। এই স্কুলে মোট ৪৮ জন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গীতা,খাতা,কলম ও ফলমুল দেয়া হয়। গীতা স্কুল উদ্বোধন করেন প্রভাষক প্রনয় চন্দ্র মন্ডল এবং আরো উপস্থিত ছিলেন প্রদীপ মন্ডল,নিবাস বর্মন,উৎপল ঘোষ,সত্যেন কুমার,অজয় কুমার,কনক, সত্যজিৎ,অনন্ত,বিপ্লব,অনিক, সহ অন্যান্য সদস্যবৃন্দ। সনাতনীদের ঘরে ঘরে গীতার ধ্যান ধারণা শিক্ষা পৌছে দেয়া ও কুসংষ্কার মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নিরলস কাজ করে চলেছে সনাতন বিদ্যাপীঠ।