সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম “প্লাটিনাম জয়ন্তী” পালিত হয়েছে।
রোববার (২৩ জুন) সকালে এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্প্যমাল্য অর্পণ, সকল শহিদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। বিকেল ৫টায় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসষ্ট্যান্ডে আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স.ম জাহাঙ্গীর আলম তোতার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মুহাঃ মাহবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মুঞ্জু, যুবলীগ নেতা (প্রভাষক) আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব, আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশ-আরী প্রমুখ। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।