সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমাইয়া আকতার (১০) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বক্তারপুর গ্রামের হেলাল হোসেনের মেয়ে। নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে সুমাইয়া আকতারকে তার মা আছমা বেগম ইকরতাড়া গ্রামের একটি মাদ্রাসায় রেখে আসেন। দুপুরে বৃষ্টিপাত শুরু হলে মাদ্রাসার অন্য ছেলেমেয়েদের সাথে সুমাইয়াও চাকলা স্কুলের সামনে ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। তার সহপাঠিরা একে একে সবাই গোসল সেরে পাড়ে উঠে এলেও সুমাইয়া না আসায় অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে। সুমাইয়ার নিখোঁজের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নদীতে ভাঁসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।