সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার বছরের প্রথম দিনে প্রতিটি ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বলেন,নতুন বইয়ের সুবাসে ছাত্র-ছাত্রীরা উজ্জীবিত। তিনি রোববার নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসবের উদ্বোধনে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ উৎসবে বিদ্যালয়ের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণ করেন এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস। খাজুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল প্রমুখ। এ সময় নতুন বছরের প্রধম দিনে নতুন বই পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠেন। এছাড়াও মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে এমপি সেলিম নতুন বই বিতরণের উদ্বোধন করেন।