নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথপোকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য। কয়েক দিন ধরে শিক্ষকদের আন্দোলন কেন্দ্র করে নাজমুল বলেন,
*আর শুন মহিলা মানুষ মারবি। মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে। ভয় করবি না। তোর সাথে দুই হাজার নেতাকর্মী থাকবে। লাশ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে।
*অপর ব্যক্তি উত্তরে বলেন, ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে।
*আমি আগেই যাব।
* এরপর নাজমুল বলছেন, কৌশলে কাজ সারতে হবে। শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে। কেউ টের পাবে না। মিডিয়া যেন বুঝতে না পারে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলবি। মেশিন ব্যাগে রাখবে হাতে থাকবে পতাকা। কমপক্ষে দুইজন ফেলতে হবে।
*অপর ব্যক্তি উত্তরে বলেন, আচ্ছা ভাই, ঠিক আছে।
তার এমন ষড়যন্ত্রকে কঠোর ভাবে দমন করতে হবে বল্লেন ছাত্র-জনতা।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।