নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (এভিএম) পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন—আসাদুজ্জামান ভেনাস (ফুটবল প্রতীক) জাহাঙ্গীর আলম নুরা (টিউবওয়েল প্রতীক) এবং মৃত ইউপি সদস্য তফিজুল ইসলামের ছেলে ফাইয়াজুল ইসলাম বাঁধন (মোরগ প্রতীক) নিয়ে। উক্ত উপ-নির্বাচন পরিচালনার দ্বায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বায়িত্বে নিয়োজিত ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী। উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপী, সহকারী পুলিশ সুপার(সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ওসি তদন্ত মাসুদ করিম, চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান। এছাড়াও পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ভিডিপির সদস্যগন ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলার দ্বায়িত্ব পালন করেন। উপ-নির্বাচনের বিষয়ে কথা হয় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিমের সাথে তিনি জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত জন প্রতিনিধির মৃত্যুতে এই ওয়ার্ডে পূর্ণরায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এই ইউনিয়নে এবারই প্রথম ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য যে, চলতি বছরের ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তফিজুল হক। গত ২৭মে তিনি মৃত্যুবরণ করায় উক্ত ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। এই কেন্দ্রে মোট ১৫শত ৫৫জন ভোটারের মধ্যে ১২৫৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসাদুজ্জামান ভেনাস ফুটবল প্রতীকে ৬৩৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফায়াজুল ইসলাম বাঁধন মোরুগ প্রতীক নিয়ে ৫৭৭ভোট পেয়েছেন।