অপরাধদমন নিউজ.২৪ (অনলাইন ডেস্ক)
প্রকাশের সময় : ঢাকা সোমবার , ২২মে ২০২৩, ০৮জৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ,০১ জিলক্বদ ১৪৪৪,আপডেট : ০৬:২০ :৩৫ পিএম.
মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার) : ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর (এসআই) হিসেবে পুনরায় বিবেচিত হয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সোমবার (২২ মে ২০২৩) সকাল ১০ টায় কনফারেন্স হল,মিলব্যারাক পুলিশ লাইন্স, ঢাকায় পুলিশ সুপার মহোদয় মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় ঢাকা জেলা পুলিশের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে ৮ম বারের মতো শ্রেষ্ঠ এস আই হিসেবে ঘোষণা দেওয়া হয়। শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হওয়ায় এ সময় তাকে ক্রেস্ট প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, (পিপিএম বার)।
পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ। ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুনরায় তাকে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা (সাব ইন্সপেক্টর) হিসেবে বিবেচনা করে পুরস্কার প্রদান করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম), জনাব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), জনাব আব্দুলাহিল কাফী (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা), জনাব মোবাশশিরা হাবিব খান(পিপিএম)।