মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুক্তিযুদ্ধা পরিবারের ভূমি দখলের অভিযোগ উঠেছে মঙ্গলবার (১৪জানুয়ারী) এক সংবাদ সন্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার অভিযোগ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজ আলীর পুত্র আব্দুল মুহিত বলেন, ১০ নং দক্ষিণভাগ ইউনিয়নের পুর্ব হাতলিয়া এলাকার তারই চাচাতো ভাই ওয়াহাব মিয়া তাদের পৌত্রিক ভূমি রাস্তা হিসাবে ব্যাবহার করে আসছিলেন পারিবারিক ভাবে কথা ছিল সরকারি রাস্তা হওয়ার পর অহাব মিয়া ভূমি রাস্তা হিসাবে আর ব্যাবহার করবেন না, কিন্তু অহাব মিয়া বাড়ীর পাশঁ দিয়ে সরকারি রাস্তা হওয়ার পর তিনি রাস্তা ছারেন নি, এ নিয়ে কয়েক বার শালীশ বৈঠক ও হয়,
এছাড়াও তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ হিসাবে রাস্তায় গার্ড ওয়াল দিতে চাইলে আব্দুল ওয়াহাব মিয়া সরকারি স্হাপনা ভেংঙ্গে ফেলেন এবং প্রতিবাদ করায় আব্দুল মুহিত কে মারধর করেন, এবং বড়লেখা থানায় উল্টো অভিযোগও করেন।
তিনি দাবী করেন অহাব মিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ায় দলীয় প্রভাব কাটিয়ে ভূমিটি দখল করার সব সময় চেষ্টা করে আসছেন, আব্দুল মুহিতের মা তালেবুন নেছা বলেন ভূমিটির মালিক আমি নিজে-ভুমিটি রক্ষায় তিনি প্রশাসনের সহযোগিতা চান
অভিযুক্ত ওয়াহাব মিয়া বলেন ভূমিটি আমাদের পৌত্রিক সম্পত্তি একশো বছর দরে ব্যাবহার করে আসছি এই রাস্তাটি।