এম. এ মান্নান পলক বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নবাগত ইউএনও আফিয়া সুলতানা কেয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ, পরিচিতি ও মতবিনিময় করেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সাংবাদিকবৃন্দ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল। এসময় ইউএনও আফিয়া সুলতানা কেয়া বলেন, “সাংবাদিক হলো জাতির বিবেক ও দর্পণ স্বরূপ, সাংবাদিকরা যা লিখবে দেশবাসী সেটাই দেখবে। তাই সাংবাদিকদের উপস্থাপনা ও লেখার ধরন থাকতে হবে কোয়ালিটি সম্পন্ন। যা দেখে দেশের ও দশের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি পায়”। তিনি আরও বলেন, ”আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে উপজেলাবাসির সেবায় নিয়োজিত আছি। আমি যেন উপজেলার ভাল কিছু করতে পারি, এজন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি”।
রবিবার দুপুরে ৩০শে এপ্রিল ইউএনও অফিসে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রামাণিক, মোঃ আইয়ুব আলী, মনিরুল ইসলাম, সোহরাওয়ার্দী হোসেন,আব্দুর রহমান, বুদ্দু সেখ, কামিরুল ইসলাম সাদ্দাম প্রমূখ।
ছবি থাকলেও আপলোড দিতে পারি নাই।