মোহাম্মদ কোবায়েদ হোসেন বাসি, পিতা মৃত: সুলতান সরদার সাং রাজমান দহপাড়া, ডাকঘর চিনা ধুকুরিয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ।। তিনি জানান, প্রতারণার মাধ্যমে ব্যবসায়ের কথা বলে নগদ তিন লক্ষ টাকা, ২২/১/২০১৭ সালে নিয়েছে, অভিযুক্ত কারীর নাম মোঃ সুফিয়ান মেম্বার পিতা-মৃত হাজী তফিজ উদ্দিন ইসলামপুর মানুষ মোরা ডাকঘর চীনা ধুকুরিয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ।। কোবায়েদ হোসেন জানান, ৩ লক্ষ টাকা নগদ নিয়ে ব্যবসায়ীক চুক্তিপত্রে স্ট্যাম্পে লিখিত করে যে প্রতিমাসে ত্রিশ হাজার টাকা লভ্যাংশ দিব, মোঃ সুফিয়ান ২০১৭ সাল থেকে ২০২৪ সাল জুলাই মাস ১৮/০৭/২৪ তারিখ পর্যন্ত টাকা পরিশোধ করে নাই,,, মোহাম্মদ কোবায়েদ বারবার টাকার তাগিদ দিলে মারপিট হুমকি দিয়ে আসছে, নিরুপায় হয়ে মোহাম্মদ কোবায়েদ হোসেন, আইনের সহযোগিতা চাচ্ছে। কোবায়েদ হোসেন উল্লেখ করেছেন যে মোঃ সুফিয়ান মেম্বার এর কাছ থেকে সর্বমোট লোভ্যাংশ সহ ২৯ লাখ ৭০ হাজার টাকা পাবে বলে দাবি করিয়াছেন।।