সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জোজিয়া পূর্বপাড়া গ্রামের ভন্ড পীর ফজলুল হকের বাড়িতে তার আরেক ভন্ড মুরিদ স্বপ্না খাতুন আল্লাহ ও রাসুল সাল্লাহু সাল্লাম কে গালি দেয়। এ কথা জানাজানি হলে এলাকার লোকজন সেই ভন্ড পীর এবং তার মুরিদকে আটক করে। মানবাধিকার কর্মী কাজিপুর উপজেলার মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২০ শে রমজান। এ ঘটনা ধারাবাহিকতায় বর্তমানে ভন্ড মুরিদ তার লোকজন এলাকাবাসীর উপরে মিথ্যা মামলা দায়ের করেছে। এলাকাবাসী জানানএই ভন্ড পীর ও মুরিদকে এলাকাবাসী থেকে বিতারিত করতে হবে। এবং আইনের আওতায় দিতে হবে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
ভন্ড পীরের মদদে তার নিজ বাড়িতে ভন্ড মুরিদ স্বপ্না খাতুন কর্তৃক আল্লাহ ও মহানবী সাঃ গালি দেওয়া হয়।
RELATED ARTICLES