মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার মটুকপুরে পিতার বিক্রিত জমি ছেলে কর্তৃক জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায় ডোমার উপজেলার আমবাড়ী মাষ্টারপাড়া গ্রামের মৃত মাহাবুব রহমানের ছেলে রিপন নোমান গত ০৯/০৩/২০১৪ ইং তারিখে ৬৮৪ নং দলিল মূলে এসএ ১৯৫৬ দাগের বিএস ১৮২৯ ও ১৮৩১ দাগে ৫০শতকের মধ্যে ৩৯ শতক জমি খরিদ করেন।তখন থেকেই উক্ত জমি ভোগদখল করছেন রিপন নোমান।শশুর নিজামুদ্দীন (দলিলের দাতা) মৃত্যুবরণ করার পর স্থানীয় ভূমিদস্যুদের সহযোগিতায় পিতা নিজামুদ্দীনের হস্তান্তরকৃত জমি জবরদখলের চেষ্টা করেন পুত্র আলী হোসেন ও তার সহযোগীরা। এবিষয়ে কথা হয় রিপন নোমানের সাথে রিপন নোমান বলেন শশুর নিজামুদ্দীন কিছুদিন পূর্বে মৃত্যু বরণ করেন। তখন থেকেই আমার শালক আলী হোসেন স্থানীয় কিছু ভূমিদস্যুদের সাথে যোগসাজশ করে আমার জমি বেদখলের ষড়যন্ত্র করছেন। ঘটনার তারিখ ২১/১১/২০২২ ইং তারিখে আমি জমিতে ভুট্টা রোপণ করার সময় আমার শালক আলী হোসেন স্থানীয় কিছু ভূমিদস্যুর সহযোগিতায় আমাকে জমি বেদখল সহ বিভিন্ন রকম হুমকি দেয়।এবিষয়ে আমি আদালতে একটি মামলা দায়ের করেছি। তাহার মামলা নং পিটিশন ৪২৬/২০২২। মামলার বিষয়ে জানতে পেরে আলী হোসেন ও তার সহযোগীরা রাতের আঁধারে আমার সেচ পাম্প ঘর ও বিদ্যুৎ মিটার ভাংচুর,করে আমার মটর চুরি করে নিয়ে যায় ও ভুট্টা ক্ষেত ক্ষতিগ্রস্ত করেন। রিপন নোমান আরো বলেন আমার বাড়ী ২৫/৩০কি:মি: দূরে হওয়ার কারণে আমার শালক আলী হোসেন ও স্থানীয় ভূমিদস্যুরা আমার কাছে চাঁদা দাবি করেন। টাকা ছাড়া জমিতে গেলে আমাকে হত্যার হুমকি দেন আলী হোসেন ও তার সহযোগীরা। এবিষয়ে ওসমান গনি বলেন রিপন নোমান দীর্ঘদিন থেকে এই জমি ভোগদখল করেন।তার শশুর মৃত্যুবরণ করার পর থেকে আলী হোসেন ও তার ছেলে রানা স্থানীয় ভূমিদস্যুদের সহযোগিতায় বিভিন্ন রকম হুমকি ও জমি বেদখলের চেষ্টা করছেন। এবিষয়ে রিপন নোমান মামলা করলে আলী হোসেন ও তার সহযোগীরা রাতের আঁধারে রিপন নোমানের মটর ঘর ভাংচুর করে সেচ পাম্প নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন এলাকার কিছু ভূমিদস্যু অর্থের লোভে আলী হোসেনকে দিয়ে অন্যায় ভাবে রিপন নোমানকে হয়রানি করছে।দ্রুত প্রসাশনের হস্তক্ষেপে কামনা করছে এলাকাবাসী।