সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ মহাদেবপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী যোগদান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের শুভেচ্ছা বিনিময়৷তিনি নওগাঁয় জেলা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন৷শনিবার (১৫ই সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি মহাদেবপুরে যোগদান করেন৷তিনি আগের ওসি রুহুল আমিনের স্থলভিত্তিক হন৷২০০৫ সালে তিনি রাজশাহী সারদায় পুলিশ ট্রেনিং একাডেমিতে যোগদান করে ফুলের সাথে ট্রেনিং সম্পূর্ণ করেন৷এরপর সিরাজগঞ্জ শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর (এস আই) পদে যোগদান দেন৷সেখান থেকে বিভিন্ন সময় একই পদে ঠাকুরগাঁ,পীরগঞ্জ,হরিপুর এবং ইন্সপেক্টর (তদন্ত)পদে রাজশাহীর পবা,গোদাগাড়ী, পুঠিয়া,প্রভৃতী থানায় দায়িত্ব পালন করেন৷দুর্গাপুর থানায় তিনি অফিসার ইনচার্জ(ওসি)দায়িত্ব পালন করেন৷২০২২ সালের আগস্টে তিনি নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি পদে যোগ দেন৷ তিনি দেশের পরবর্তী পরিস্থিতিতে এলাকা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ শ্রম দিবেন বলে জানান৷
উপস্থিত ছিলেন, প্রভাষক,
মোঃ মাহমুদুল হাসান সুমন
মহাদেবপুর থানা যুগ্ন সাধারণ সম্পাদক ও সভাপতি সদর ইউনিয়ন
বাংলাদেশ জাতিয়তাবাদি কৃষকদল,
মোঃ উৎপল হোসেন
সংসগঠিক সম্পাদক সদর ইউনিয়ন,
রবিন ছাত্র বিষয়ক সম্পাদক,
মহাদেবপুর থানা কৃষকদল ও
জেলার জিয়া সাইবার এর সদস্য
মোঃ তুহিন,
থানা কৃষক দলের ছাত্র বিষয় সহ সম্পাদক সম্রাট ও সাখাওয়াত প্রমুখ৷