সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে কাটা তারের বেড়া ভেঙ্গে গাছপালা কাটার অভিযোগে থানায় জিডি করেছেন ভুক্তভোগী চক হরিবল্ভব গ্রামের মো.আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে মো.ইমরুল হাসান। (৮জানুয়ারী মহাদেবপুর থানার জিডি নং-৩৬৫) অভিযোগে প্রকাশ,মো.ইমরুল হাসান তফসিলভুক্ত ক্রয়সূত্রে ১৪শতক জমি প্রায় ১৫ বছর যাবত ভোগদখল করে আসছিল। গত বুধবার সকাল ৭টার দিকে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের চক হরিবল্ভব গ্রামের মৃত হারুনের ছেলে মো.জাকির হোসেন(৫০),জাকির হোসেনের স্ত্রী মনুজান বেগমসহ একদল সঙ্গবদ্ধ চক্র কাটা তারের বেড়া ভেঙে গাছপালা কেটে লক্ষ টাকার ক্ষতি করে। এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগ হলে কাটা তারের বেড়া ভেঙে গাছপালা বিনষ্ট করার অভিযোগ অস্বীকার করেন।
ভুক্তভোগী মো.ইমরুল হাসান দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।