সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুর উপজেলায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে ২০২৪) সকাল ৮ টায় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রে সকাল সাড়ে ৯ টায় মহাদেবপুর উপজেলা শাখার জাতীয় শ্রমিকলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মহাদেবপুর উপজেলার জাতীয় শ্রমিকলীগের শাখার উদ্যোগে মহাদেবপুর শিশুপার্কে আহ্বায়ক কমিটির জাতীয় শ্রমিক লীগের মহাদেবপুর উপজেলা শাখার যুগ্নু আহ্বায়ক মো:মর্তুজা মিঠুর সঞ্চালনায় ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নূরনবী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জনাব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এম,পি, ৪৮ নওগাঁ -৩ উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহাদেবপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, সাবেক সদর ইউপির চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান ধলু,যুবলীগ নেতা মো: মাসুদুর রহমান মাসুদ,মো আনোয়ার হোসেন মন্ডল সাংগঠনিক সম্পাদক মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ, অধ্যক্ষ মইনুল ইসলাম, হাফিজুর রহমান বকুল,জাহাঙ্গীর আলম তোতা,বাবু ঘোষ ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও পেশাজীবি সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।