সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি :
রোমানিয়া, সার্ভিয়াসহ আরো বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে নওগাঁর মহাদেবপুর উপজেলার দুই যুবকেক থেকে ৭ লক্ষ্য ২০ হাজার টাকা নেন প্রতারক। জানা যায়, উপজেলার উত্তর গ্রাম ইউপির উত্তর গ্রাম গ্রামের বাসিন্দা মাহারাম খানের ছেলে জুলহাজ হোসেন(৩২)বিদেশ যাওয়ার জন্য প্রতিবেশী আব্দুস সাত্তারের ছেলে দালাল এরশাদ রানাকে ৪ লক্ষ্য টাকা দেন। একইভাবে উত্তরগ্রাম ইউপির চককামাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান (৩৩) ও দালাল এরশাদ কে ৩ লক্ষ ২০ হাজার টাকা দেন।দালাল এরশাদের সাথে তাদের চুক্তি ছিল জনপ্রতি ৭ লক্ষ টাকা করে দেওয়ার।ভিসার আগে অর্ধেক বাকি অর্ধেক পরে। তারা তার কথামতো অর্ধেক করে টাকা দিয়াও দেন। টাকা দেওয়ার দুই মাসের মধ্যে বিদেশে নেওয়ার কথা থাকলেও আড়াই বছরেও কেউ যেতে পারেননি বিদেশে। এতে তাদের মধ্যে বিরাজ করছে হতাশা। ভুক্তভোগীদের অভিযোগ, গবাদি পশু বিক্রি, জমি বন্ধক সহ সুদে এনে লাখ লাখ টাকা তুলে দেন এরশাদ রানার হাতে। বিশ্বাস অর্জন করতে অসহায় এসব যুবককে বিভিন্নভাবে আশ্বাস দিতেন তিনি।একপর্যায়ে পাওনা টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করে সে।তার বসতবাড়ি সাকিনে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে অভিযুক্ত এরশাদ রানার সাথে যোগাযোগ করা হলে টাকার কথা স্বীকার করে বলেন, ৭ লক্ষ ২০ হাজার টাকা তাদের দুইজন থেকে নেওয়া হয়েছিলো এরমধ্যে ১ লক্ষ ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।