সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ইউএনও’র সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার অপু প্রমুখ। এ দিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নে ২৪১টি কেন্দ্রে ৩৯ হাজার ২২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। সারা দেশের ন্যায় ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙয়ের আর ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙয়ের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে।