মোঃ মুনজুরুল ইসলাম (মুনজু), একজন Vacuum Assited Closer (VAC) থেরাপি স্পেশালিষ্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর রাজশাহী বিভাগের নব নিযুক্ত সহ-সভাপতি পদ মর্যাদায় নিযুক্ত হওয়ায় বাংলাদেশ আইনি সহায়তা কেন্দ্র (বাসক) এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুনজু তার আচার আচরনে অমায়িক ও স্পষ্টভাষী। দল ও মত নির্বিশেষে যেকোন স্তরের মানুষের সাথে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে সক্ষম। অন্যায়, অত্যাচার, মানবাধিকার লঙ্গন, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং মাদক এর বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি দ্বীর্ঘ দিন যাবত ভ্যাক থেরাপির কাজে নিয়োজিত আছে। ভ্যাক একটি মেশিন, যার মাধ্যমে যেকোন ধরনের কাটা, ছেরা, পোড়া ও ক্ষতের ড্রেসিং করা হয়। আপনারা সবাই অবগত আছেন, একটি ক্ষত জায়গায় ড্রেসিং করাটা অত্যান্ত আবশ্যক। কিন্তুু যখন রোগীকে ড্রেসিং করানোর জন্য কোন হাসপাতালে বা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, লক্ষ করে দেখুন রোগী প্রচন্ড ব্যাথায় চিৎকার করতে থাকে।
এভাবে হাতে ড্রেসিং করলে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লেগে যায়। ফলে রোগীকে অনেক ব্যাথা সহ্য করতে হয়, ড্রেসিং করার জন্য প্রয়োজনীয় জিনিস পত্র কিনতে হয়, সময়ও বেশী লাগে এবং ১৫ থেকে ২০ দিনের একটা বেড ভাড়াও দিতে হয়। কিন্তুু ভ্যাক মেশিন দিয়ে ড্রেসিং করলে, রোগী ব্যাথা মুক্ত থাকে, মাত্র ৫ দিনেই ড্রেসিং এর কাজ সম্পন্ন হয়ে যায় এবং খরচও অনেক কম হয়। এটি একটি বিদেশী ড্রেসিং পদ্ধতি, বাংলাদেশের অনেকেই এ সমন্ধে অবগত ছিল না। বর্তমানে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত হওয়ার কারনে, বাংলাদেশের অর্থোপেডিক, ডায়বেটোলজিষ্ট, প্লাস্টিক ও বার্ন সার্জনদের পরামর্শক্রমে দিন দিন ভ্যাক ড্রেসিং এর চাহিদা বেড়েই চলছে। অত্যন্ত গরীব, প্রতিবন্ধি, মুক্তিযোদ্দা, কোরআনের হাফেজ ও অজ্ঞাত রোগীদের একদম বিনা মুল্যে ভ্যাক ড্রেসিং এর কাজ করে দিয়ে থাকেন। ধন্যবাদ, মুনজু ভাই আপনার এমন সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যান, আপনার সুস্থতা ও দ্বীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ আইনি সহায়তা কেন্দ্র (বাসক) সর্বদা আপনার পাশে আছে।