চট্টগ্রাম ব্যুরো: ১৫ ই অক্টোবর রাত ১২ টার পর থেকে নির্বাচনী প্রচার বন্ধের নিয়ম বেধেঁ দেওয়া হলেও নির্বাচন কমিশনের বিধিনিষেধ অমান্য করে আজ রোববারও (১৬ অক্টোবর) প্রচারণা চালিয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি ও পৌরসভার মেয়র মো. যুবায়ের। বিধি মোতাবেক গতকাল শনিবার (১৫ অক্টোবর) প্রচারণার শেষদিন হলেও নির্বাচনী সেই বিধি প্রকাশ্যে ভঙ্গ করে তালা প্রতীকের প্রার্থী মনিরের পক্ষে একাট্টা হয়ে ১৬ অক্টোবরও বিভিন্ন স্থানে প্রচারণা চালান স্বয়ং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি এবং সাতকানিয়া পৌরসভার মেয়র মো: যুবায়ের। মোতালেব ও জোবায়েরের প্রচারণার বহরটি উপজেলার বাজালিয়া, কালিয়াইশ, ধর্মপুর ও বিভিন্ন ইউনিয়নে সরাসরি আচরণবিধিকে অসম্মান ও ক্ষমতা দেখিয়ে বীরদর্পে প্রচারণা চালিয়েছে। এতে সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসের ভূমিকা ছিল নীরব। অপরদিকে অন্য দুই জেলা পরিষদ সদস্য প্রার্থী উপজেলা চেয়ারম্যানের নীতিবহির্ভূত প্রচারণা আগামীকালও একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও আশংকা করেন।
আচরণবিধিবহির্ভূত প্রচারণার বিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপিকে ফোনে কল করে পাওয়া যায়নি। তবে তার পিএ পরিচয় দিয়ে একজন এই প্রচারণার বিষয়টি অস্বীকার করে তা ১৫ অক্টোবরের ছবি বলে দাবি করেন। একই দাবি করে সাতকানিয়া পৌরসভার মেয়র মো. যুবায়ের বলেন, আমরা আচরণবিধি লংঘন করিনি। ফেসবুকে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ১৫ অক্টোবরের। তবে আজ (১৬ অক্টোবর) লিখে যে পোস্ট করেছে এর দায় আমাদের নয়। বিষয়টি স্বীকার করে সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী বলেন, ১৬ অক্টোবরের ওই প্রচারণা মিটিংয়ে আমাকেও যেতে বলেছিল। কিন্তু আচরণবিধি লংঘন হয় বিধায় আমি যাইনি। তবে অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন আগামীকাল ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে।