স্টাফ রিপোর্টার চাঁদপুর:- চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তারা উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের রামপুর বড় বাড়ী, রামপুর চৌধুরী বাড়ী পুজা মন্ডপ পরিদর্শন করেন পরে হাজীগঞ্জ পৌরসভাধীন শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ন জিউড় আখড়ায় ত্রিনয়নী, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, ও নবদুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও সিসি ক্যামেরা’র স্থাপনের বিষয়ে কথা বলেন তারা। দুর্গাপুজা মন্ডপ পরিদর্শনকালে তাঁদের সাথে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল চন্দ্র ঘোষ, হাজীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি রাধা কান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম মানিক। উল্লেখ্য, গত ২০২১ সালে কুমিল্লায় একটি মন্দিরে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সারাদেশে বিক্ষুব্দ হয়ে উঠে মুসলিম সম্প্রদায়ের লোকজন। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা ঘটে। তারই সূত্র ধরে ১৩ অক্টোবর রাতে হাজীগঞ্জের বিভিন্ন পুজামণ্ডপে হামলা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় সংঘর্ষে ৫জন মৃত্যুবরণ করেন।