সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জন্তিগ্রাম সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় জয়পুরহাট ফুটবল একাদশ ৩-০ গোলে মান্দা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে জয়পুরহাট ফুটবল একাদশ৷
সেই সাথে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে মোট চারটি দল সেমিফাইনালে৷ নওগাঁ ফুটবল কল্যাণ সংস্থা,
সাপাহার বরেন্দ্র ক্লাব, জয়পুরহাট ফুটবল একাদশ ও পোরশা ফুটবল একাদশ৷
আগামী ১৮ইং রোজ শুক্রবার বিকাল তিনটায় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে৷
প্রথম ও দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি, জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। সদর উপজেলা চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল এতে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, মোট ৮টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। গত ২২ অক্টোবর টুর্নামেন্ট উদ্বোধন করা হয়