বিশেষ প্রতিনিধি: নীলফামারী ডোমার উপজেলার পৌর শহরে ২ মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে। বুধবার (১২ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে ফারজানা বেগম ডোমার ডক্টরস্ ক্লিনিকে দুই মাথা বিশিষ্ট শিশুটির জন্ম দেয়।রাতে শিশুটির অবস্থা আশষ্কাজনক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।সকাল ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শিশুটিকে।ফারজানা বেগম ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডেরআশিকুর রহমানের স্ত্রী।তাদের ৫ বছরের আরেকটি সন্তান রয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজারের পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করেন। প্রথমে সুস্থ থাকলে পরে বিভিন্ন সমস্যা দেখা দেয় শিশুটির।গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয় বহুল ব্যবস্থা। এ অস্ত্রোপচার করার মতো সামর্থ্য সবার থাকে না।