অবৈধ ভাবে বাড়ী দখল করে নিয়েছে। সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার অন্তর্গত মোহনপুর ঘোষপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম ,পিতাঃ মোঃ মোক্তার প্রাং। উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছেন তার নিজ বাড়ীঘর দক্ষল করে রেখেছে, উক্ত এলাকার দাঙ্গাবাজ, লাঠিয়াল ভুমি দস্যু মোঃ আয়নাল(৫০),পিতা-মৃত আফজাল শেখ, ৪। মোঃ ওমর ফারুক (২৭), পিতা – মোঃ ফরিদ শেখ ,বাদী নিম্ন তফসিল বর্ণিত ভূমি পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে। কিন্তু উক্ত বিবাদীগণ জোরপূর্বক আমার নিম্ন তফসিল বর্ণিত জমি দখল করার পাঁয়তারা করিতেছে।
এমতাবস্থায় গত ১২/০২/২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগণ নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে জোর পূর্বক মোঃ নুর ইসলামের জমিতে বাড়ীঘর নির্মাণ করে। মোঃ নুর ইসলাম বাধা দিতে গেলে বিবাদীগণ তাকে বিভিন্ন হুমকি প্রদর্শন করে।
বিবাদীগণ জোর পূর্বক ভাবে বাদী নুর ইসলামের তফসিল বর্ণিত ভূমি জোরপূর্বক ভাবে দখল করে নিবে।বাদী তাহা নিষেধ করলে বিবাদীগণ বাদীকে যেখানে পাইবে, সেখানেই মারপিট করিবে,এবং মৃত্যুর প্রাণনাশক মর্মে হুমকি প্রদর্শন করে। বাদী উল্লেখ করেছেন যে বিবাদীগণ পরিবারের যে কোন বড় ধরনের ষড়যন্ত্র করার পাঁয়তারা করিতেছে। পূর্বে এলাকার প্রধান বর্গদের নিকট বিচার দিলেও কথার কোন কর্ণপাত করে না এবং উল্লাপাড়া মডেল থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেছে, তবুও কোন কাজ হয়নি, এখন এই অসহায় পরিবার হুমকির মুখে, বাদী সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন এবং তারা ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করেছেন, তিনি আইনের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে সহযোগিতা চাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।