সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউপির দক্ষিণওড়া গ্রামের আব্দুল জব্বার মন্ডলের ছেলে আক্কাস আলী (৪৭),পেশায় তিনি একজন দিনমজুর। নিজের নেই কোনো বসতভিটা বা ধানী জমি। বিগত কয় এক বছর আগে তিনি স্থানীয় একজনের কাছ থেকে ৮ শতক ধানী জমি বন্ধব হিসেবে নেন। একপর্যায়ে সে জমি বিক্রি করবে বলে আক্কাস আলীকে জানায়।আক্কাস আলী খেয়ে না খেয়ে আস্তে আস্তে দক্ষিণওড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মন্টু মন্ডলের কাছে থেকে ক্রয় করে জমিটি।জমিটি সরকারি খাস হওয়ায় রেজিস্ট্রি দিতে না পেরে তিনশত টাকার স্ট্যামে একবার নামা পত্র হিসেবে গত ১২/৬/২৪ ইং তারিখে সম্পাদন করেছেন। সেই জমির উপর বিভিন্ন সময় হুমকি ধামকি আসছে বলেও জানান তিনি।সরকারি জমি ক্রয় করার ব্যাপারে জানতে চাইলে তিনি কান্নার সহিত জানান আমি গরিব মানুষ,কাগজ পাতির কিছুই বুঝিনা আমাকে যে ভাবে বলেছেন আমি সেভাবে বুঝেছি।এখন আমার স্ত্রী সন্তান কে নিয়ে সেখানেই আছি।আমার বসবাসের কোন নির্দিষ্ট জায়গা জমি না থাকায় নিম্নে তফসিল বর্ণিত জমি আমার নিজ নামে পত্তন গ্রহণের জন্য সহকারি কমিশনার ভূমি মহাদেবপুর বরাবর একটি আবেদন দিয়েছি।তফসিল,জেলা-নওগাঁ,উপজেলা-মহাদেবপুর,ইউনিয়ন -খাজুর,মৌজা -দক্ষিণওড়া,আরএস খতিয়ান নং- ৫৮, এসএ খতিয়ান নং-৮৬৩,জমির পরিমান ০৮ শতক,রকম- ধানী(বর্তমান ভীটা)।