পূর্ব শত্রুতার জের ধরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং ডাকাতি, ছিনতাই, ঢাকা সাভার আশুলিয়া থানা দিন জিরানি বিকে এস পি গোহাইল বাড়ি রোড হতে ভুক্তভোগী নারী ও তার স্বামী ধামরাই যাওয়ার পথে রাঙ্গামাটি স্ট্যান্ড পার হয়ে ২ ইট ভাটার মোরে জিরানি থেকে উৎপেতে থাকা দুর্ধর্ষ ডাকাত সন্ত্রাসী রাঙ্গামাটি পার হয়ে ইট ভাটার শালবাগান ও ভুট্টা খেতে নিয়ে গিয়ে গুণধর্ষণ করে। স্বামীকে বেদম মারধর করে নগদ টাকা মোটরসাইকেল ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী নারী আশুলিয়া থানা লিখিত অভিযোগ দায়ের করার জন্য দু'দিন যান। কিন্তু আইনের সহায়তা না পেয়ে, তিনি ৯৯৯ ফোন করে ঢাকা রেঞ্জে কর্মরত এসপি মহোদয়ের সাথে পরামর্শ করে কোর্টে মামলা দায়ের করেন, পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন টার্মিনালে মামলা, ০১/০২/২৩ সংশোধনী ৩০ এর ৭/০৮/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। উক্ত মামলা আমলে নিয়ে এজাহার রুজু করে টারবুনাল এবং আশুলিয়া থানা ওসি মহোদয় কে আসামিদের আইনের আইনের আওতায় আনার জন্য বলা হয়ে থাকে। আশুলিয়া থানার এসআই ভুক্তভোগীর আলামত জামা কাপড় মেডিকেল সার্টিফিকেট সহ সকল কাগোজ নিয়ে নেয়। এবং ঘটনাস্থলে তিনবার গিয়ে সত্য ঘটনা পাওয়ার পরেও এখনো পর্যন্ত আইনের ব্যবস্থা গ্রহণ করেনি এবং চার্জশিট দাখিল করেনি। আসামিদের পক্ষে কাজ করছেন এসআই মিজানুর, ভুক্তভোগী স্বপ্না জানিয়েছেন, স্বপ্ন জানান আইনের সহযোগিতা দানে বিনীতভাবে নিবেদন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।