১৯৭২ সালের ১৯ এপ্রিল আজকের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। কৃষক লীগের ৫২ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদকে সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়।
সর্বশেষ ২০১৯ সালের ৬ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে কৃষিবিদ সমীর চন্দকে সভাপতি ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করা হয়।
কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
এসময় তিনি বলেছেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় উল্লাপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সকাল দশটায় আওয়ামী লীগ পার্টি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ও সলঙ্গার গণ মানুষের আস্থাভাজন নেতা জননেতা জনাব আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি এমপি মহোদয়, আরো উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার পৌর পিতা জনাব এস এম নজরুল ইসলাম মহোদয়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জনাব ফয়সাল কাদের রুমি মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এমপি মহোদয় জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উল্লাপাড়া উপজেলা আওয়ামী কৃষক লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ থাকার জন্য তাগিদ দিয়েছেন,
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।