মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার): আওয়ামীলীগ লীগ এখন এলোমেলো লীগে পরিণত হয়েছে।সরকারের মাথা ঠিক নেই বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন ।
শুক্রবার (১৬ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক এমপি, মন্ত্রী, আমানউল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন ।
পদযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মোশারফ বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ গণতন্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা বিজয়ী হবো। আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দল ও জনগণ রয়েছে, যারা যুগপৎ আন্দোলন করছেন।’
সরকারের চাপাবাজি দেশের জনগণসহ বিশ্ববাসী বুঝে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘অতীতে কোনো প্রধানমন্ত্রী জেনেভায় আইএলও সম্মেলনে যোগ দেননি। অথচ শেখ হাসিনা সেখানে যোগ দিয়েছেন। যেখানে বিশ্বের সবাই জানে, বাংলাদেশের অর্থনীতি তলানিতে, সেখানে গিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, হয়রানি করে এ সরকার টিকে রয়েছে। এদের কারণে আমেরিকা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নতুন ভিসানীতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য লজ্জার, সম্মানের নয়। এটা আওয়ামী লীগের জন্য বিশ্ববাসীর ধিক্কার।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকারের মাথা ঠিক নেই। এক মন্ত্রী এক কথা বলেন, অন্য মন্ত্রী আরেক কথা বলেন। এক নেতা এক কথা বলেন, আরেক নেতা আরেক কথা বলেন।আওয়ামী লীগ সরকারের অধীনে অতীতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচনের নামে তারা ভোট চুরি-ডাকাতি করেছেন। এখন তারা বিদেশীদের খুশি করতে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। দেশের জনগণ ও বিশ্ববাসী জানে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই ওঠে না’ যোগ করেন খন্দকার মোশাররফ হোসেন।
সভায় নেতারা বক্তব্যে বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমানের স্বপরিবারের বিরুদ্ধে ১/১১ অবৈধ সরকার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায়ও বাতিলের দাবী করেন।
নেতাকর্মীদের দাবী সরকার বিরোধীদলকে মামলা হামলা করে ঘায়েল করতে চায় এঅবৈধ ভোট ডাকাতি সরকার আমানউল্লাহ আমানের হুংকারের ভয়ে এরায় বহাল রাখে সরকার । তবে সারা বাংলাদেশের নেতাকর্মীরা এ রায়ের বিরুদ্ধে সোচ্চার ।
বক্তব্যে বিএনপির অন্যান্য নেতারা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য এ সরকারকে হটাতে হবে। তবে এ সরকার আপসে যাবে না। তাদের হটাতে গণঅভ্যুত্থানের দরকার।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো: আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। কর্মসূচিতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।