
কেরাণীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতা এলে বুড়িগঙ্গা উপর খোলামোড়া কামরাঙ্গীচর ব্রীজ হবে। কেরাণীগঞ্জকে মডেল শহর করতে এর বিকল্প নেই। আমরা আর ভারতের গোলামী করবো না, আমরা আর ভারতের দাষাত্ব করবো না। নতজানু পররাষ্ট্রনীতি আর দেখতে চাই না। বাংলাদেশ হবে তারেক রহমানের হাত ধরে স্বনির্ভর হবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একত্রে থাকার আহবান জানান। গত কাল শনিবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন শাক্তার মধ্যেচর এলাকায় মরহুম ইব্রাহিম বেপারী ফাউন্ডেশন ( আই. বি.এফ) এর উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আই. বি.এফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো সজীব বেপারীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি হাজী শামীম, যুবদল নেতা মাসুদ রানা, সোহেল, জমির, ছাত্রদল নেতা মো সাইফুল ইসলামসহ এলাকার ব্যাক্তবর্গ।