মোহাম্মদ সাইদ: শনিবার সকালে দলটির প্রধান কার্যালয় জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত মজলিসে উমূমী সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় প্রধান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে আসা জেলা আমির, সাধারণ সম্পাদকসহ আগামী নির্বাচনে দলটি থেকে মনোনয় প্রত্যাশী প্রার্থীরা অংশগ্রহণ করে।
সভাপতির বক্তব্যে আতাউল্লাহ হাফেজ্জী বলেন, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দলের সাংগঠনিক সম্পাদক মুফতি মো সুলতান মহিউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন দলের
মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, উজানীর পীর এহতেরামুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, যুগ্মসচিব মাওলানা আব্দুল মান্নান,হাজী জালালুদ্দিন বকুল, অ্যাডভোকেট লিটন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠাতা হযরত হাফেজ্জী হুজুর ইসলামি হুকুম প্রতিষ্ঠার লক্ষ্যে বটগাছ প্রতীকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন।প্রতিষ্ঠার পর থেকেই খেলাফত আন্দোলন বাংলাদেশ প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে আসছে এবং আগামীতেও নির্বাচনে অংশ গ্রহণ করবে।
জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে পার্থী দিতে দলটি কাজ শুরু করেছে বলে জানান নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।