রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের আত্রাইয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৬২)কে ছুরিকাঘাত
করা হয়েছে। তাকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টা নাগাদ উপজেলা সদরে এই ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে। বাদল উপজেলার সাহেব গঞ্জ গ্রামের মৃত মেহের চৌধুরীর ছেলে।আহত চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে রানা চৌধুরী জানান,নির্বাচনের শুরু থেকেই আসনের ¯স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের ট্রাক প্রতিকের পক্ষে নির্বাচন করে আসছেন। এদিন আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে প্রচারনার জন্য প্রস্তুুতি নিয়ে সদরের সাহেব গঞ্জ বাজারে স্টলে চা-পান শেষে মোটরসাইকেলে ওঠছিলেন। এসময় পিছন থেকে এক যুবক তাকেচুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন তাকে হাত-নাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আহত বাদলকে স্থানীয়রা সাথে সাথে উদ্ধার করে আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করায়। তবে রাজনৈতিক কারনে এই হামলা হতে পারে বলে ধারনা করেছেন রানা চৌধুরী। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন,ছুরিকাঘাতের ঘটনায় শামিম হাসান সানি (২৫) কে আটক করা হয়েছে। কেন তিনি এই
ঘটনা ঘটিয়েছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক সানি নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।