রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০০মিটার বানা অপসারণ এবং আরো একহাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো আগুনে ভস্মিভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ এই অভিযান পরিচালনা করা হয়।আত্রাই উপজেলা সিনিয়র ম’স্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, নদী থেকে বিলে এবং বিল থেকে নদীতে মাছ প্রবেশের রাস্তায় বানা দিয়ে চলাচল অবরুদ্ধ করে মাছ ধরা হচ্ছে। এছাড়া নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আত্রাই নদীর শুকটিগাছা ¯øুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী থেকে ৫০০মিটার বানা অপসারণ এবং প্রায় এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল জব্দ করা হয়। এর পর জব্দকৃত জালগুলো আগুনে ভস্মিভূত করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আবু আনাস,পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর মো: তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।