মোঃ আঃ জলিলমন্ডল(ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের জায়গীরভিটা মৌজায় আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টির দারিয়াপুর অঞ্চল কমিটি।
সদর উপজেলার দারিয়াপুর চারমাথায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান মইশাল, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, কৃষক নেতা জাহাঙ্গীর মন্ডল, ঘর বঞ্চিত ভূমিহীন জাহানারা বেওয়া, আমিরন বেওয়া, জামাল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, কমিউনিস্ট পার্টি ও ক্ষেতমজুর সমিতি দীর্ঘদিন থেকে খাস জমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করে ভূমিহীনদের বরাদ্দের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। বর্তমান সরকার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের ঘর বরাদ্দের উদ্যোগ নিয়েছে। সেটা ইতিবাচক। কিন’ এইসব ঘর বরাদ্দে এলাকার ভূমিহীনদের বাদ দিয়ে যাদের ঘরবাড়ি জমি আছে তাদের নামে বরাদ্দ দেয়া অন্যায়। মালিবাড়ীর জায়গীরভিটায় ঘর বরাদ্দে অনিয়ম করা হয়েছে। চেয়ারম্যান তার আত্মীয় স্বজনকে বরাদ্দ দিয়েছেন। বাড়ী জমিজমা থাকা সত্ত্বেও তাদের ঘর দেয়া হয়েছে। তারা এই অভিযোগের বিষয়টি তদনত্ম করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
ঘর বঞ্চিত জাহানারা বেওয়া বলেন, প্রথম তালিকায় আমার নাম ছিল। পরে চেয়ারম্যান আমার নাম বাদ দিছে। তিনি উপসি’ত সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনার খোঁজ নিয়ে দ্যাখেন আমি অন্যের বাড়ীতে থাকি। আমার কোন ঘরবাড়ী জমি কিছুই নাই। আমি এর ন্যায্য বিচার চাই। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দারিয়াপুর বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।