ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস, বাংলাদেশ শাখার উদ্বোধন ও সম্মেলন 2023 ।
এম ডি বাবুল সি:বিশেষ প্রতিনিধি
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (UNIP) বাংলাদেশ শাখার শুভ উদ্বোধন হয়েছে, ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে ১৪ অক্টোবর, রোজ শনিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ও সম্মেলন করা হয় ।
উল্লেখ্য যে এই সংস্থাটি পরিবেশ, শান্তি ও মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে সংস্থাটির কার্যক্রম করে আসছে. এটি জাতিসংঘের ঘোষিত SADGs SUSTAINABLE GOALS PLATFORMS Ref#234059 । এই সংস্থাটি ২০০ টির দেশে ও বিভিন্ন ফাউন্ডেশনের সাথে একযোগে কাজ করার লক্ষ্যে চুক্তিবদ্ধ এবং আন্তর্জাতিক পর্যায় সংস্থার ভূমিকা পালন করে ওএটি একটি পরিবেশ ভিত্তিক সামাজিক সংস্থা। সম্প্রতি সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এবং মানবাধিকার সেবার জনগণের লক্ষ্যে সারা বাংলাদেশব্যাপী কমিটি গঠন এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মিশন ভিশন কোর ভেলু এবং SADGs বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে ।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আদর্শ ব্যক্তিত্ব এবং সমর্থকের উপস্থিতির মাধ্যমে ইউনিপির উদ্দেশ্যের এবং উদ্যোগের পেছনে চলার শক্তি প্রতিনিধিত্ব করেছেন: আন্তর্জাতিক চেয়ারম্যান ডক্টর যুবরাজ দালিয়ান নাওয়েনধিরা শ্রীলংকা , জেনারেল সেক্রেটারি ডক্টর ডি. এন. জেরিনা শ্রীলঙ্কা থেকে ডক্টর লাসাস্তা সিলভা প্রধান অতিথি এবং জাতিসংঘের তালিকাভুক্ত বাংলাদেশের স্বেচ্ছাসেবী আইডি কোড (UNV.5691640)এবং ব্রাজিলের কনিপা ফাউন্ডেশনের রাষ্ট্রদূত ডক্টর রাজু সাহা UNIP বাংলাদেশ অধ্যায় এর সভাপতি এবং আন্তর্জাতিক রাষ্ট্রদূত দায়িত্ব সহিত ভূমিকা পালন করে।বাংলাদেশের জাতীয় উপদেষ্টা সুলতানা সিদ্দিকুর রহমান এবং ঢাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সজল বিশেষ অতিথি হিসেবে, উপস্থিত থাকেন শামসুল হক, সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রধান বার্তা সম্পাদক দৈনিক দিন মহাসচিব (এফডিজেও),ডক্টর প্রমিলা জেসমিন, প্রফেসর হীরেন্দ্রনাথ বিশ্বাস, ব্যবসায়ী বিশ্বজিৎ পাল, , হাবিবুর রহমান সাধারণ সম্পাদক,( বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট) বাংলাদেশের সমন্বয়কারী গৌতম কুমার এডবর, সম্মানিত অতিথি হিসেবে সূত্রাপুর থানা অফিস ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, চিত্রনায়ক যুবরাজ খান, এবং সারা বাংলাদেশ থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ আন্তর্জাতিক UNIP উদ্বোধন ও সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।ব্যবস্থাপক কারী হিসেবে UNIP এর এক্সিকিউটিভ মেম্বার এবং আইটি পরিচালক আরিফিন হাসান চৌধুরী, ন্যাশনাল প্রভোস্ট ফারাহ দীবা ইসমাইল, সঞ্চালক হিসেবে অনুষ্ঠানের উপস্থাপনা এবং আবির চন্দ্র দাস, শান্ত দাস ভূমিকা পালন করে ।
UNIP একাধিক ১২টি উন্নয়ন লক্ষ্যের সংখ্যাচিহ্ন করেছে যেগুলি অর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যমূলক জীবনযাপন, সমান মানের শিক্ষা, লিঙ্গ সমতা, সংসদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রভাব, স্থায়ী শান্তি, খাবারের নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা, অহিংসা সমাজ, শিল্প এইগুলার কার্যক্রম করার লক্ষ্যে বিশ্বব্যাপী প্রকল্প হাতে নিচ্ছে ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার ব্যক্তিত্বের অনেক গুরুত্বপূর্ণ সহযোগীরা উপস্থিত ছিলো । যাদের মধ্যে কার্যনির্বাহী প্রেসিডেন্ট মোসাম্মত রুবিনা খান, সাধারণ সেক্রেটারি রাফি উদ্দীন আহমেদ সুজন, এডভোকেট জানাবি আদিত্য সহ-সভাপতি, মোহাম্মদ রমজান আলী, সুশান্ত বড়ই, এডভোকেট মৃণাল কান্তি বড়ই, এডভোকেট সুব্রত বিশ্বাস, মোহাম্মদ ওমর ফারুক, কাজী নাসির উদ্দিন, মোহাম্মদ খোরশেদুল আলম, মিঠুন মজুমদার, আইরিন নাহার পুটুল, হিভিং সং, পলাশ হালদার, আরিফ আহমেদ, মোহাম্মদ সাদেক হোসেইন, মোহাম্মদ ইসতিয়াক হোসেইন ভিশাল, মোহাম্মদ আল আমিন ফাহিম ও সারা বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিরা UNIP উজ্জল ভবিষ্যৎ লক্ষ্যে উপস্থিত ছিলেন। এই সংস্থা পরিবেশ সুরক্ষা, শান্তি, টেকসই উন্নয়ন শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করার উদ্দেশ্যে কাজ করে যাবে ।
Unip Bangladesh শাখার অনুষ্ঠানে অত্যন্ত গুণীজনদের সম্মাননা স্বর্ণপদক সম্মানী উত্তোরী প্রদান করা হয় এবং United Nature International Peace Bangladesh বিশ্বব্যাপী শান্তির বিশ্ব তৈরীর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।
United Nature International Peace (UNIP) বাংলাদেশ শাখা সম্পর্কে আরও তথ্য আপডেট পেতে ইমেইল: [email protected] ওয়েবসাইট: www.uniphq.org