Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশইউ এন ই পিস বাংলাদেশ শাখার চট্রগাম ফটিকছড়ি বিজয়ানন্দ ভিক্ষুর উৎসবে অংশগ্রহন

ইউ এন ই পিস বাংলাদেশ শাখার চট্রগাম ফটিকছড়ি বিজয়ানন্দ ভিক্ষুর উৎসবে অংশগ্রহন

ইউ এন ই পিস বাংলাদেশ শাখার চট্রগাম ফটিকছড়ি বিজয়ানন্দ ভিক্ষুর উৎসবে অংশগ্রহন

এম ডি বাবুল নিজস্ব প্রতিবেদক

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস বাংলাদেশ শাখা, চট্টগ্রাম ভ্রমণ ও বিজয়ানন্দ ভিক্ষুর ‘বরণ উৎসবে’ অংশগ্রহণ, ও তিনটি গাছ উপহার দেয় এবং বৃক্ষরোপণে অংশ নেয় ।

২৭ নভেম্বর , ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস বাংলাদেশ শাখার সদস্যরা বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ের বরণ উৎসব’ অনুষ্ঠানে অংশ নেয়। এই অনুষ্টান উত্তর ফটিকছড়ি ভুজপুর থানায় অনুষ্ঠিত হয়েছিল। ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস বাংলাদেশ শাখার প্রধান ডক্টর রাজু সাহা এবং সভাপতি তার বক্তব্য দেয় একজন বিশেষ অতিথি হিসেবে এবং আরো অংশগ্রহণ করেন অরিফিন হাসান চৌধুরী, আবীর চন্দ্র দাস, রাফি উদ্দিন আহমেদ সুজন, কাজী নাসির উদ্দিন, জাকির হোসেন, মোওয়াজ্জেম হোসেন পোলাস ও তিনটি গাছ উপহার দেয় এবং বৃক্ষরোপণে অংশ নেয় ।

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস শান্তি, পরিবেশ সংরক্ষণ, এবং মানব অধিকার রক্ষার চেষ্টায় প্রতিজ্ঞাবদ্ধ । এটি বিশ্বকে একটি ভাল জায়গা তৈরি করতে ২০০ টি দেশ এবং কয়েকটি ধারাবাহিক সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এটি ইউন দ্বারা ঘোষিত SADGs গোলস প্ল্যাটফর্ম Ref#234059 এর সাথে যুক্ত । এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা পরিবেশকে অগ্রাধিকার দিয়ে চলে, সাম্প্রতিক সংগঠনটি বাংলাদেশে সকল কমিটি উত্তরণ করে এবং এর লক্ষ্য মানব অধিকার রক্ষার চেষ্টায় নিজেদেরকে গড়ে তোলা।
এই গুরুত্বপূর্ণ ঘটনায়, ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস সংগঠনের সদস্যরা এসেছিলেন । এই সহৃদয় উৎসবে ভিন বিজয়ানন্দ ভিক্ষুর বৌদ্ধ সম্প্রদায়ে তার অবদানগুলি তুলে ধরা হয়েছিল। এই বরণ উৎসবটি ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস সংগঠনটির এই অঞ্চলে শান্তি এবং প্রকৃতি ও মানব অধিকার রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান এবং বিজয়ানন্দ ভিক্ষুকে ফুল, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করেন।

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউনিপি) বাংলাদেশ শাখা সম্পর্কে আরও তথ্য এবং আপডেটের জন্য, মোবাইল: 01914728190, ইমেল: [email protected], ওয়েবসাইট: www.uniphq.org এ যোগাযোগ করুন।”

মোঃ বাবুল ্মিয়া
মোঃ বাবুল ্মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম জেলা। মোবাইলঃ ০১৮২১-৬৩৬২৩০
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments