সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি আসতে স্ত্রী-সন্তানকে হারালেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিরোজ হোসেন। বৃহস্পতিবার সকাল সাড়ে টার দিকে নওগাঁর মান্দায় মালবোঝাই পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে ফারাবী নামের পাঁচ মাস বয়সী শিশু নিহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী রেশমা খাতুন (৩০) মারা যায়। এ দূর্ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুটির বাবা শিক্ষক ফিরোজ হোসেন ও ৮ বছর বয়সী মেয়ে ফারিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে গ্রামের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বিজয়পুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু ফারাবীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারাবীকে মৃত ঘোষণা করেন এবং আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে টার দিকে তার স্ত্রী রেশমা খাতুনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।