
মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
নারীর ক্ষমতায়নের প্রত্যয়ে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঈশ্বরদীতে উদযাপন করা হয়েছে। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সকাল ৯টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব জাকেরিয়া পিন্টু-র সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত হয়।
অনুষ্ঠানটি ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস. এম. ফজলুর রহমান-এর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবীব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী খান, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তৌফিক সোহেল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক
মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, যুবনেতা আক্তার হোসেন নিফা, ঈশ্বরদী উপজেলা মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভানেত্রী কামরুন নাহার মুক্তা, পৌর বিএনপি মহিলা দলের সভানেত্রী ফাতেমা আক্তার, শামীমা সাথী, সুলতানা পারভিন মিষ্টি, স্মৃতি খাতুন জলি খাতুন, সুমি খাতুন, আইরিন খাতুন, রিংকি খাতুন, আলেয়া, নিপা খাতুন, সোনা ভানু প্রমুখ।
এছাড়াও কৃষক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দল দেশের নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দলীয় ঐক্য ও নেতৃত্বের মাধ্যমে এই পথচলা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।