ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোঃ মামুনঃ পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় তিন উত্ত্যক্তকারী যুবককে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীর দাশুড়িয়া মোকাররম মেমোরিয়ায় (এমএম) উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উত্ত্যক্তকারী যুবকরা হলেন পাবনা সদর থানার দাপুনিয়া এলাকার মাসুদ (২০), রানা (২২) ও শামীম (২৩)। তারা ঈশ্বরদীর দাশুড়িয়ার বিডি ক্রিয়েশনের শ্রমিক। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়া দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে পথে মধ্যে থামিয়ে তিন যুবক তার মোবাইল নম্বর চায়।তাদের মোবাইল নম্বর না দিলে তারা শিক্ষার্থীকে আজেবাজে কথাবলে উত্ত্যক্ত করে। ভয়ে শিক্ষার্থীটি চিৎকার দিলে স্থানীয়রা এসে ওই তিন যুবককে আটক করে। পুলিশে সোপর্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত টিএম রাহসিন কবির ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত টিএম রাহসিন কবির জানান, তিন যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।