মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বর্ষা উৎসব। শুক্রবার (১১ জুলাই ২০২৫) এই আয়োজনকে কেন্দ্র করে জমে উঠেছিল দুই বাংলার কবি-সাহিত্যিকদের প্রাণবন্ত মিলনমেলা, যেখানে সাহিত্য, সংগীত ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।
সকাল থেকেই শুরু হয় বর্ষা উদযাপনের নানা আয়োজন। পদ্মানদীর পাড়ঘেঁষে পাকশীতে কবিদের বর্ষাভ্রমণ দিয়ে শুরু হয় দিনটি। এরপর দুপুরে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাহিত্য ও সাংস্কৃতিক পর্ব। আয়োজন করে স্থানীয় সাহিত্য-সংগঠন ‘ঈশ্বরদী নোঙর’।
শাম্মী আক্তার স্মৃতির উপস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ, ঢাকা মো. সিরাজুল ইসলাম মামুন। সভাপতিত্ব করেন ঈশ্বরদী নোঙরের সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মাহাবুবুল হক দুদু।
এই আয়োজনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন খ্যাতিমান কবি-সাহিত্যিকরা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক মানিক পণ্ডিত।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী ইপিজেড এর নির্বাহী পরিচালক এবিএম শহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস. এম. ফজলুর রহমান, সমাজসেবক ও সংগঠক আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, আতাউর রহমান বাবলু, বিএনপি নেতা আতাউর রহমান পাতা।
আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি ও লেখকগণ—
আজিজুর রহমান মুন্না, সাংবাদিক নাসরিন গীতি, আলমগীর কবির হৃদয়, রেহেনা সুলতানা শিল্পী, ইসলাম রফিক, অধ্যাপক সাজিদুল ইসলাম, আবুল কাশেম অমিয়,
শিক্তা , শান্তা ইসলাম, নীলিমা প্রমুখ। কবিতাপাঠ, সাহিত্যআড্ডা, কথামালা ও পুঁথিপাঠে মুখর ছিল পুরো মিলনমেলা।
সন্ধ্যায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, আবৃত্তি ও সুরের মূর্ছনায় উপস্থিত অতিথিরা অভিভূত হন।
সাহিত্য, সংস্কৃতি ও বর্ষাকে কেন্দ্র করে ঈশ্বরদী নোঙর এর এমন আয়োজনে অংশগ্রহণকারীদের প্রত্যাশা—এই আয়োজন হয়ে উঠবে একটি বার্ষিক সাহিত্য-উৎসবের ঐতিহ্য।