মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে অবস্থিত বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে আসেন নারী, শিশু-কিশোরসহ ঈশ্বরদী সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ।
এ উপলক্ষে সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ প্রশাসনের প্রধানদের নিয়ে শহরের আলহাজ মোড়ে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন ঈশ্বরদী পৌর প্রশাসন, ঈশ্বরদী সার্কেল অফিস, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদকি ঐক্য পরিষদ, ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের মানুষরা শ্রদ্ধা নিবেদন করেন। সকালে বীর মুক্তিযোদ্ধাগণ, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দলসহ জামায়াতে ইসলামী বাংলাদেশ, ছাত্র শিবির, সিপিবিসহ ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ঈশ্বরদী।
ঈশ্বরদী সরকারী কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ, সরকারী এস এম মন্ডেল স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে। মহান বিজয় দিবসে এবার প্রথম জেলা-উপজেলা পর্যায়ে হয়নি শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে এর পরিবর্তে আয়োজন করা করা হয় ‘বিজয় মেলা’। শহরের জেলা ডাকবাংলোতে প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে বিজয় মেলায় থাকছে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য। মেলার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। এদিন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল আলহাজ্ব মোড়ে অবস্থিত বিজয় স্তম্ভের আশে-পাশে ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা জানাতে মানুষের ঢল নামে। বিএনপির চেয়ারপার্সন ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিন শ্রদ্ধা জানাতে ঈশ্বরদীর “বিজয় স্তম্ভে আসেন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষের ঢল স্মৃতি জয় প্রাঙ্গণে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে পৃথক পৃথক শোভাযাত্রা বের করে। একদিক র্যালীতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সন ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। আরেকটি অংশের শোভাযাত্রায় কারাবন্ধী বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান নেতৃত্ব দেন। অন্য দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি বের করে। এতে নেতৃত্ব দেন বংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।