মোঃ নাজমুল ইসলাম, (পাবনা) প্রতিনিধিঃ
ঈশ্বরদীর রেলগেট এলাকায় যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ ও ঈশ্বরদী জংশন রেলস্টেশনের আধুনিকায়নের দাবিতে সরকারের শীর্ষ পর্যায়ে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
রবিবার (১৩ জুলাই) সকালে ঢাকায় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তিনি রেল সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের হাতে এ সংক্রান্ত লিখিত আবেদনপত্র তুলে দেন।
অধ্যাপক আবু তালেব বলেন, “ঈশ্বরদী এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ইপিজেড, শিল্প-কারখানা, বিমানবন্দরসহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অথচ ঈশ্বরদী রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের ভয়াবহ দুর্ভোগ লাঘবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রেলগেটের কারণে প্রায়শই তৈরি হয় ভয়াবহ যানজট, যা জনদুর্ভোগের পাশাপাশি জরুরি সেবাও ব্যাহত করে।”
তিনি আরও বলেন, “প্রতিদিন প্রায় ২৮টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশন দিয়ে চলাচল করে। অথচ স্টেশনটি এখনও সময়োপযোগীভাবে আধুনিক হয়নি। দেশের বৃহৎ প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত এই এলাকাকে উপেক্ষা করা অন্যায্য।”
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু সচিব বলেন, “ফ্লাইওভার নির্মাণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। রেললাইনের ওপর নির্মাণ করতে হলে রেল মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। অনুমোদন পেলে আমরা দ্রুত কাজ শুরু করব। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ টিম পাঠিয়ে এলাকা পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই করা হবে।”
রেল সচিব মো. ফাহিমুল ইসলাম ঈশ্বরদী জংশন স্টেশনের আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এছাড়াও অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী থেকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ পুনরায় চালু এবং পাবনা-ঢাকা সরাসরি ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেন চালুরও দাবি জানান, যা স্থানীয় জনগণের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি মনে করেন।
সাক্ষাৎকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম এবং সহসভাপতি মো. আমিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।